নাপোড়া সেখেরখীল উচ্চ বিদ্যালয়ের বর্ণাঢ্য হীরকজয়ন্তী
আবু ওবাইদা আরাফাত: দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহি বিদ্যাপীঠ নাপোড়া সেখেরখীল উচ্চ বিদ্যালয়ের বর্ণাঢ্য হীরকজয়ন্তী অনুষ্ঠান দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।
বিদ্যালয়ের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য হীরকজয়ন্তী বিজয়ের প্রথম প্রহরে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের সভাপতি ও দৈনিক পূর্বদেশ সম্পাদক মুজিবুর রহমান সিআইপি।
ভোর ৯ টায় অনুষ্ঠিত বর্ণাঢ্য শোভাযাত্রাটি ৩ কিলোমিটার দীর্ঘ এবং এতে প্রায় ১০ হাজার শিক্ষার্থী- এলাকাবাসী অংশ নেন বলে জানান আয়োজকরা।
দিনব্যাপী কর্মসূচির মধ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী, আলোচনা সভা, বিতর্ক প্রতিযোগিতা, যাদু প্রদর্শনী, মঞ্চ নাটক, কবিগান উল্লেখযোগ্য।
এতে কলেজ ও স্কুল-মাদ্রাসা দুই পর্যায়ের ভিন্ন ইস্যুকে সামনে রেখে ছায়া সংসদের আদলে জমজমাট বিতর্ক অনুষ্ঠিত হয়।
বিতর্ক প্রতিযোগিতায় প্রধান বিচারক ছিলেন ফিরোজপুরের যুগ্ম ও দায়রা জেলা জজ মাহবুব রহমান।
যাদুশিল্পী রাজিব বসাকের যাদু, মঞ্চ নাটক দিনবদলের পালা, কবিয়াল মো: ইউসুফ ও মান্নানের পরিবেশনায় কবিগানে মুগ্ধ হাজারো দর্শক করতালিতে মুখর করে তুলেন বিদ্যালয় প্রাঙ্গণ।
বিদ্যালয়ের ১৯৬৭ ব্যাচের প্রাক্তন ছাত্র লন্ডনস্থ বিশ্ববিদ্যালয়ের খ্যাতিমান অধ্যাপক জামাল উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন- বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক দিলীপ কুমার দে, প্রাক্তন ছাত্র এডভোকেট দীপংকর দে, দৈনিক পূর্বদেশের প্রকাশক শফিকুর রহমান, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আজিজুর রহমান, সাবেক পৌরমেয়র কামরুল ইসলাম হোসাইনী, কবি কমরুদ্দিন আহমদ প্রমুখ।
পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন উদযাপন পরিষদের সদস্য সচিব বাবলু কুমার দেব ও অতনু ভট্টাচার্য্য।
উদ্বোধকের বক্তব্যে প্রাক্তন ছাত্র ও পূর্বদেশ সম্পাদক মুজিবুর রহমান সিআইপি বলেন- বিদ্যালয়ের হীরকজয়ন্তী আমাদের আবেগ ও নাড়ির সাথে সম্পর্ক। এ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা দেশ-বিদেশের বিভিন্ন পর্যায়ে উচ্চপদে আসীন। এ বিদ্যালয়ের প্রতি আমাদের কৃতজ্ঞতার শেষ নেই। উক্ত বিদ্যালয়, বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসীর সামগ্রীক কল্যাণে আমাদের সকলের এগিয়ে আসা দরকার।
আরও পড়ুন :