BanshkhaliTimes

নাপোড়ায় মোবাইল কোর্ট: স্কেভেটর জব্দ ও ২ হোটেলকে জরিমানা

BanshkhaliTimes

মুহাম্মদ মিজান বিন তাহের, বাঁশখালী টাইমস: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুঁইছুড়ি ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের জঙ্গল নাপোড়া সমশিয়া ঘোনা এলাকায় পাহাড় কাটার অভিযোগ উঠায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে স্কেভেটর জব্দ করেন বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্টেট খন্দকার মাহমুদুল হাসান।

সোমবার (২২ আগস্ট) বিকাল ৫ টায় পাহাড় কাটায় ব্যবহৃত একটি স্ক্যাভেটর জব্দ করে পুঁইছুড়ি ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য সুজিত কান্তি বৈদ্যর জিম্মায় দেওয়া হয়। ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে মাটি কাটার সাথে সংশ্লিষ্টরা পালিয়ে যায়।

এছাড়া নাপোড়া বাজারে ২টি হোটেলকে পঁচা মিষ্টি ও পঁচা-বাসি খাবার তৈরি ও পরিবেশন করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪১ও৪২ ধারায় ভাই ভাই মৌসুমি হোটেলকে ৫ হাজার টাকা ও এস এন হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান বলেন, অবৈধভাবে পাহাড় কাটার খবর পেয়ে পুঁইছুড়ি ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের জঙ্গল নাপোড়া সমশিয়া ঘোনা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধভাবে পাহাড় কাটায় ব্যবহৃত একটি খননযন্ত্র জব্দ করা হয় এবং ২টি হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ভেজাল, দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে এসব অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *