নাপোড়ায় মাইক্রোবাসের ধাক্কায় স্কুল ছাত্র নিহত

মুহাম্মদ মিজান বিন তাহের: পুঁইছড়ি এলাকার নাপোড়া বাজারের উত্তর পাশে টানা ব্রীজের উপরে চট্টগ্রাম শহর থেকে আসা একটি দ্রুতগামী মাইক্রোবাসের ধাক্কায় সোমবার ( ৬ নভেম্বর) বিকাল বেলা ৪ টার দিকে শেখেরখীল ৫ নং ওয়ার্ডের আনছুর মিয়াজী পাড়া এলাকার শফি আলমের পুত্র নাপোড়া শেখেরখীল উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র ফজল করিম (১৪) ঘটনাস্থলেই মারা যায়।

জানা যায়, চট্টগ্রাম শহর থেকে আসা মাইক্রোবাসটি নাপোড়া এলাকার উত্তর পার্শ্বে টানা ব্রীজে আসলে অপর দিকে থেকে মোটরসাইকেল নিয়ে ব্রীজ পার হতেই মুখোমুখি সংঘর্ষে ঘটনা স্থলে স্কুল ছাত্রটির মৃত্যু হয়।
স্হানীয় উত্তেজিত জনতা ঘাতক মাইক্রোবাসটি আটক করে থানা পুলিশের কাছে হস্তান্তর করলে ও ড্রাইভার পালিয়ে যায়। বিগত ২৪ দিন অাগে নিহত ফজলের অাম্মাজান ইন্তেকাল করেন। এ দুর্ঘটনায় এলাকায় শোকের মাতম চলছে।
থানা পুলিশ মাইক্রো বাসের (গাড়ী নং- চট্টমেট্টো-চ-১১-৭০৩৯) এর হেলপার শাহীন আলমকে আটক করেছে।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *