বাঁশখালী টাইমস: ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ নাটমুড়া পুকুরিয়া উচ্চ বিদ্যালয়ের ৪তলা বিশিষ্ট নতুন একাকাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বাঁশখালীর সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী।
বিদ্যালয়ের সভাপতি কর্পোরেট ব্যক্তিত্ব রাহবার আলম আনওয়ারের সভাপতিত্বে এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় চেয়ারম্যান আসহাব উদ্দীন চৌধুরী, এমপির একান্ত সচিব ও চেয়ারম্যান তাজুল ইসলাম, চাম্বলের চেয়ারম্যান মুজিবুল হক, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, পুকুরিয়া চা বাগানের ব্যবস্থাপক আবুল বশর। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকার গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন- ‘এ বিদ্যালয় বাঁশখালীতে শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে। প্রতিবছর সাড়াজাগানো ফলাফলের মধ্য দিয়ে উত্তরোত্তর এগিয়ে যাচ্ছে। বিদ্যালয়ের চাহিদার প্রেক্ষিতে আজ শিক্ষা প্রকৌশল অধিদফতর কর্তৃক ৪তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন হল। বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। এ খাতে বরাদ্দে সরকারের কোন কার্পণ্য নেই।’
বিদ্যালয়ের সভাপতি রাহবার আলম আনওয়ার বলেন-‘আমার মরহুম পিতা মাহবুল আলম আনওয়ার প্রতিষ্ঠিত এ বিদ্যালয়কে আমি নিজের পরিবারের সদস্য হিসেবে গড়ে তোলার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা সম্প্রতি দেশের প্রথম ডিজিটাল স্কুল হিসেবে আত্মপ্রকাশ করেছি। বিদ্যালয়ের বার্ষিক ফলাফল ও বোর্ড পরীক্ষায় সাফল্যে আমরা আপোষহীন। শিক্ষার্থীদের চমৎকার ফলাফল নিশ্চিত করতে যতধরণের সাপোর্ট দরকার দিয়ে যাচ্ছি।’