বাঁশখালী টাইমস প্রতিবেদক: নাটমুড়া বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের ত্রি-বার্ষিক নির্বাচন আজ ২৭ এপ্রিল অনুষ্ঠিত হয়েছে।
আজ সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত নাটমুড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ সম্পন্ন হয়।
এতে ৮১ ভোটের ব্যবধানে চেয়ার প্রতীক নিয়ে সভাপতি নির্বাচিত হন রফিকুল ইসলাম চৌধুরী। নিকটতম প্রতিদ্বন্ধি ছিলেন ছাতা প্রতীক নিয়ে মো: ওয়াসিম উদ্দিন।
এতে মোহাম্মদ আজাদ বিনাপ্রতিদ্বন্ধিতায় সাধারণ সম্পাদক সহ ৯ জন সদস্য নির্বাচিত হন।
এতে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মাস্টার হামিদুল আলম চৌধুরী।
নব নির্বাচিত সভাপতি রফিকুল ইসলাম বাঁশখালী টাইমসকে বলেন- ভোটাররা আমাকে যে সম্মান ও ভালোবাসা দেখিয়েছেন আমি কাজের মাধ্যমে সে ভালোবাসার প্রতিদান দেব ইনশা আল্লাহ। এই সমিতির কর্মকাণ্ড সারা বাঁশখালীতে মডেল হিসেবে তৈরি করবো।’
উল্লেখ্য, নাটমুড়া বহুমুখী সমবায় সমিতি লিমিটেড সমাজের কল্যাণে ১৫ বছর ধরে কাজ করে যাচ্ছে।