বাঁশখালী টাইমস: নাটমুড়া পুকুরিয়া উচ্চ বিদ্যালয়ের ঈর্ষণীয় সফলতার কারিগর, প্রধান শিক্ষক আশেকুল মাওলা আর নেই।
তিনি আজ রাত ৮ টায় বাকলিয়াস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজেউন।
তিনি দীর্ঘদিন ধরে দুরারোগ্য ক্যান্সারে ভুগছিলেন। উল্লেখ্য, তিনি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মুনিরুল মাওলার বড় ভাই।
তাঁর প্রথম জানাজা রাহাত্তারপুলস্থ নুর বেগম মসজিদ মাঠে আজ রাত ১২ টায়, দ্বিতীয় জানাজা নাটমুড়া পুকুরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে সকাল ৭ টায় ও তৃতীয় জানাজা চকরিয়াস্থ নিজ গ্রামে অনুষ্ঠিত হবে।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন নাটমুড়া পুকুরিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি রাহবার আলম আনওয়ার, এসএমসির সদস্যবৃন্দ, স্কুলের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও সাবেক-বর্তমান শিক্ষার্থীরা।