নাটকীয় অভিযানে ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

নাটকীয় অভিযানে ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

মুহাম্মদ মিজান বিন তাহের: বাঁশখালী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম নগরীর বিমান বন্দর এলাকায় অভিযান চালিয়ে ১০ বছরেরর সাজাপ্রাপ্ত এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে। সোমবার (১১ ডিসেম্বর) রাতে বাঁশখালী থানার এ.এস. আই ফারুক হোসেনের নেতৃত্বে একদল পুলিশ পতেঙ্গা ১৫নং ঘাট এলাকায় বাঁশখালীর সন্ত্রাসী আব্দু ছবুর অবস্থান করছে বলে গোয়েন্দা সূত্রে খবর পায়। এরই পরিপ্রেক্ষিতে মহিলা দিয়ে নাটক সাজিয়ে তাকে আটক করে পুলিশ। আটককৃত আব্দু ছবুর উপজেলার চাম্বল ইউপির পূর্ব চাম্বল সিকদার পাড়ার আবু নেওয়াজের পুত্র। তার বিরুদ্ধে যুগ্ম জেলা ও দায়রা জজ বাঁশখালী আদালত হতে জি.আর ৮৭/১৫ মামলায় ১০ বছরের সাজা প্রদান করে বিজ্ঞ বিচারক। সেই থেকে এই দুর্ধষ সন্ত্রাসী দীঘদিন পলাতক ছিল। গ্রেফতারের বিষয়টি স্বীকার করে ওসি আলমগীর হোসেন বলেন, গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত পলাতক আসামীর বিরুদ্ধে বাঁশখালী থানা সহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

আরও পড়ুন :

বাঁশখালীতে লবণ উৎপাদন শুরু, কৃষকের মুখে হাসি

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *