নাগরিক অটোমোবাইলসের ওয়ার্কশপ উদ্বোধন
নাগরিক অটোমোবাইলস ওয়ার্কশপের বর্ণাঢ্য শুভ উদ্বোধন আজ ৩১ জুলাই চন্দনাইশের কাঞ্চনাবাদে অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দনাইশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু আহমেদ (জুনু), প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চন্দনাইশের ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মৌলভী সোলাইমান ফারুকী।
দক্ষিণ চট্টগ্রামের অত্যাধুনিক এই ওয়ার্কশপের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন র্যাংগস ওয়ার্কশপের জেনারেল ম্যানেজার- কামরুল হাসান হাদী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঞ্চনবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান, জোয়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিন আহমেদ চৌধুরী রোকন, বরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, মাহিন্দ্রার কান্ট্রি ম্যানেজার ছায়েদুর রহমান, র্যাংগস ওয়ার্কশপের চট্টগ্রাম বিভাগীয় প্রধান লোকমান হোসেন, র্যাংগস অটোমোবাইলের ট্রেইনার ওমর ফারুক প্রমুখ। এসময় এলাকার স্থানীয় ব্যবসায়ী, গাড়ির মালিক, চালক-শ্রমিকসহ এলাকার গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নাগরিক অটোমোবাইলস্ লিমিটেডের চেয়ারম্যান শহিদুল ইসলাম সুমনের সভাপতিত্বে ও নাগরিক অটোমোবাইলস্ লিমিটেডের ব্যাবস্থাপনা পরিচালক লায়ন এম আইয়ুবের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা – নগরীর বাইরে এমন অত্যাধুনিক মানের ওয়ার্কশপের উদ্যোগকে স্বাগত জানান।
উদ্বোধন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে অতিথিরা বলেন- ‘পরিবহনসেবা মানুষের অন্যতম অধিকার। নিরাপদ পরিবহন ব্যবস্থা নিশ্চিত করতে চালক-মালিক ও যাত্রীদের সম্মিলিত সচেতনতার বিকল্প নেই।’
প্রেস বিজ্ঞপ্তি