নবনির্বাচিত যানবাহন শ্রমিক ইউনিয়নের শপথ গ্রহণ অনুষ্ঠিত

চট্টগ্রাম পটিয়া আনোয়ারা বাঁশখালী সাতকানিয়া চকরিয়া সড়ক যানবাহন শ্রমিক ইউনিয়নের নব নির্বাচিত কার্য্যকরী কমিটির শপথ অনুষ্ঠান গত ২ মার্চ ২০১৮ইং তারিখ বিকাল ৫টায় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম আঞ্চলিক শাখার ৪৪নং বি,আর,টি,সি মার্কেটস্থ কার্যালয়ে নির্বাচন উপ-পরিষদের চেয়ারম্যান বাদশা মিয়া মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম আঞ্চলিক শাখার সভাপতি মোহাম্মদ মুছা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক অলি আহমদ। নব-নির্বাচিত কার্য্যকরী কমিটির কর্মকর্তাদের শপথ বাক্য পাঠ করান বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সভাপতি মোহাম্মদ মুছা। সভায় নেতৃবৃন্দ শ্রমিক স্বার্থ রক্ষা, যাত্রীসেবার মান উন্নয়ন মালিক শ্রমিক সোহার্দপূর্ণ সর্ম্পক বজায় রেখে সংগঠন পরিচালনার উপর গুরুত্ব আরোপ করেন। সভায় অন্যান্যদের মধে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সহ-সাধারণ সম্পাদক মোঃ আবদুর রহিম, নির্বাচন উপ-পরিষদের সদস্য দুলাল চন্দ্র দে, নুরুল ইসলাম, মোঃ সিরাজ প্রমুখ।

প্রেস বিজ্ঞপ্তি

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *