BanshkhaliTimes

নতুন বইয়ের ঘ্রাণে আত্মহারা বাঁশখালীর ক্ষুদে শিক্ষার্থীরা

BanshkhaliTimesমিজান বিন তাহের, বাঁশখালী টাইমস: বছরে শুরুতেই নতুন বই পেয়ে খুশিতে আত্মহারা শিক্ষার্থীরা।

আনন্দঘন পরিবেশে বই উৎসব উদযাপিত হয়েছে। এই উপলক্ষে সারাদেশের ন্যায় চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষবর্ষের পাঠ্যবই বিতরণ করা হয়।
বুধবার (১ জানুয়ারি) উপজেলার ১৫৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৪৬টি কিন্ডারগার্ডেন জলদী হোসাইনিয়া কামিল মাদরাসা সহ বিভিন্ন মাদ্রাসায় বিনামূল্যে বই বিতরণ করা হয়েছে। সকাল ১০টায় বাঁশখালী আর্দশ উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন অর্থ ও পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের সংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,সহকারী কমিশনার ভূমি আল বশিরুল ইসলাম,থানা অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা আক্তার কাজেমী, উপজেলা শিক্ষা অফিসার ইসতিয়াক আহমেদ,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার অফিসার নুরুল ইসলাম,থানা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শ্যামল কান্তি দাশ, ইউআরসি ইন্সট্রাক্টর মো. সেলিম উদ্দীন,আওয়ামীলীগ নেতা আক্তার হোসেন। বক্তব্য রাখেন বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোতোষ দাশ, বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমিত্র দাশ, বাঁশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.শহিদুল্লাহ, বাঁশখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর প্রসাদ দাশ, মহিলা কাউন্সিলর রোজিয়া সোলতানা রুজি প্রমুখ।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *