
বিটি ডেস্ক: বাঁশখালী ইঞ্জিনিয়ার্স ক্লাব আয়োজিত সম্প্রতি ‘ঘুরে দেখা বাঁশখালী ১৯’ কর্মসূচি চলাকালে বাঁশখালী ইঞ্জিনিয়ার্স ক্লাবের গাড়ি বহর পুকুরিয়া চা বাগান হয়ে গুনাগরী ঋষিধামে পৌঁছালে তাদের সাথে আশ্রম পরিদর্শনে যোগ দেন বাঁশখালীর নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান এমরানুল হক এমরান। ক্লাবের সদস্যরা থাকে ফুল দিয়ে বরণ করে মত বিনিময় করেন। মত বিনিময়ের এক পর্যায়ে তিনি সমৃদ্ধ বাঁশখালী গড়তে বাঁশখালী ইঞ্জিনিয়ার্স ক্লাবের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
এছাড়া বাঁশখালী ইঞ্জিনিয়ার্স ক্লাবের সদস্যরা গন্ডামারায় নির্মাণাধীন কয়লা বিদ্যুৎ কেন্দ্র, বাহারছড়া সি-বিচ পরিদর্শন করেন। প্রীতি ফুটবল ম্যাচ এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে বাঁশখালী ইঞ্জিনিয়ার্স ক্লাবের।”ঘুরে দেখা বাঁশখালী-১৯” সমাপ্ত ঘোষণা করা হয়।