BanshkhaliTimes

নগরে শিক্ষার আলো ছড়াচ্ছে কামালে ইশকে মুস্তফা

গোলাম ছরওয়ার চৌধুরী: বাঁশখালী তথা কালীপুরের কৃতি সন্তান, চট্টগ্রাম আহলে সুন্নত ওয়াল জামাতের প্রাণ পুরুষ, বিভিন্ন ইসলামি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, বাকলিয়া তথা চট্টগ্রামে বেসরকারি পর্যায়ে বৃহৎ পরিসরে ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান কামালে ইশকে মুস্তফা (দঃ) কমপ্লেক্স ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব হযরত সৈয়দ আনোয়ার হোসেন (ম.জি.আ) এবং উনার সহযোগি ও কমপ্লেক্স ট্রাষ্ট কমিটির সদস্যবৃন্দ সহ মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ তোয়াহা মুহাম্মদ মুদ্দাচ্চির এর অক্লান্ত প্রচেষ্টায় বাংলাদেশ মাদ্রাসা বোর্ডের ও উক্ত ট্রাস্টের অধীনে পরিচালিত কামালে ইশকে মুস্তফা (দঃ) মাদ্রাসা ইতিমধ্যে অত্যন্ত সুনামের সহিত ফাজিল (ডিগ্রী) শ্রেণীতে উন্নীত হয়েছে। ইতিমধ্যে ২০১৮-১৯ ফাজিল শিক্ষাবর্ষে ভর্তির কার্যক্রম শুরু হয়েছে। মহিলা ও পুরুষ শাখায় বিভক্ত বিশাল বিশাল স্তম্ভের উপর দাঁড়িয়ে বৃহৎ দুইটি ভবন দেখে সিডিএ’র চেয়ারম্যান আবদুস সালাম, সাবেক মেয়র মরহুম মহিউদ্দীন চৌধুরী, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিষ্টার মহিবুল হাছান চৌধুরী নওফেল, কেন্দ্রীয় যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক সহ বিভিন্ন উচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গ প্রশংসা না করে পারেনি। চট্টগ্রামে সর্ববৃহৎ মিনারসহ একটি তৃতীয় বৃহত্তম (নির্মানাধীন) মসজিদ বাস্তবায়নে বাকলিয়ার মান মর্যদা শতগুনে বৃদ্ধি করেছে। ছাত্রছাত্রীদের আলাদা ছাত্রা/ছাত্রীবাসের ব্যবস্থা সহ বিশাল জায়গা নিয়ে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানের সুনাম স্বয়ং প্রধানমন্ত্রীর দপ্তর পর্যন্ত বিস্তৃত। উক্ত শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাশ করে বুয়েট থেকে প্রকৌশলী, মেডিকেল কলেজ থেকে ডাক্তার, বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে হাজারো শিক্ষার্থী সরকারি বেসরকারি উচ্চ পর্যায়ে প্রতিষ্ঠিত হয়ে দেশে বিদেশে প্রশংসিত হচ্ছে এবং দেশ মাতৃকায় উন্নয়নে অবদান রাখছে। এছাড়া এতিমদের জন্য এতিমখানা ও হেফজখানা সরকারি বেসরকারি পরিচালনায় ও আর্থিক সহযোগিতায় উক্ত প্রতিষ্ঠান গুলো পরিচালিত হচ্ছে।

প্রতিনিয়ত খতমে বোখারী শরীফ, খতমে খাজেগান শরীফ, খতমে ইউনুস শরীফ ও খতমে তারাবীহ, ঈদে মিলাদুন্নবী(সঃ), শবে মিরাজ, শবে বরাত, শবে কদরে হাজারো মুমিন মুসলমানের উপস্থিতি উক্ত প্রতিষ্ঠানের গুরুত্ব হাজারো গুন বৃদ্ধি করেছে। ঈমানদার ব্যক্তি মাত্রই উক্ত প্রতিষ্ঠানের সৌন্দর্য্য ও উন্নতির জন্য এবং কমপ্লেক্স ট্রাষ্টের প্রতিষ্ঠাতাদের জন্য সহ বিশ্বের নির্যাতিত নিপীড়িত মুসলিমদের জন্য প্রতিনিয়ত দোয়া, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে থাকে।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *