বাঁশখালী টাইমস: বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে চসিক সংরক্ষিত আসন – ০৬ (বাকলিয়া ১৭, ১৮ ও ১৯ নং ওয়ার্ড) বিএনপি মনোনীত সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলাদল চট্টগ্রাম মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদা সুলতানা চৌধুরী ঝর্ণা লকডাউনে ঘরবন্দি বৃহত্তর বাকলিয়ার অসহায় মানুষের মাঝে ২১ এপ্রিল হতে অদ্য তারিখ পর্যন্ত ধাপে ধাপে তিন ওয়ার্ডে সর্বমোট ৭০০ পরিবারের নিকট উপহার স্বরূপ সেহেরির ও ইফতার সামগ্রী পৌঁছে দেন। এ সময় মাহমুদা সুলতানা চৌধুরী ঝর্ণা বলেন -করোনা’র চেয়েও ভয়াবহ মানুষের ক্ষুধার কষ্ট। একদিকে লকডাউন অন্যদিকে নিত্যপণ্যের বাজারে অস্হিরতা সাধারণ মানুষ আজ দিশেহারা। আমার বাকলিয়াবাসী তুলনামূলক বেশী খারাপ অবস্থায় আছে তাই প্রশাসন ও সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ আমার বাকলিয়াবাসীর পাশে থাকুন। অন্যতায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। তিনি আরো বলেন প্রশাসন এবং কাউন্সিলরগণ উপহার সামগ্রী বিতরণে দলীয় দৃষ্টি-ভঙ্গী পরিবর্তন করে সাধারণ নাগরিক হিসাবে নিন্ম আয়ের সকল বাকলিয়াবাসীর মাঝে সরকারী সাহায্য পৌঁছে দেয়ার অনুরোধ জানান।
উল্লেখ্য, বাকলিয়ার তিনটি ওয়ার্ডের ব্লক/ইউনিট অনুসারে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদল, মহিলাদল নেতৃবৃন্দের উপস্থিতিতে/সমন্বয়ে সেহেরি ও ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।