বিএনপি নেতৃবৃন্দকে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে ধানের শীষের বিজয় নিশ্চত করতে হবে। আর এ বিজয়ের মাধ্যমে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দিকে মুক্তি করা সম্ভব। দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ও সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী গত রোববার বাঁশখালী উপজেলা বিএনপির নবগঠিত কার্যনির্বাহী কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। উপজেলা বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান মাস্টার মোহাম্মদ লোকমানের সভাপতিত্বে জাফরুল ইসলাম চৌধুরীর গুনাগরিস্থ বাসভবনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান রেজাউল হক চৌধুরীর সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক শহিদুল আলম বুলবুল, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি লায়ন জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর, জেলা বিএনপির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মুস্তাফিজুর রহমান চৌধুরী, বাঁশখালী পৌরসভা বিএনপির সভাপতি রাসেল ইকবাল মিয়া, জেলা বিএনপির ক্রীড়া সম্পাদক শওকত ওসমান, চেয়ারম্যান আসহাব উদ্দিন, চেয়ারম্যান মোহাম্মদ মহসিন, অধ্যাপক মুবিনুর রহমান, সৈয়্যদুল আলম, ফজলুল কাদের, এম মাকসুদুল ইসলাম, আশেক এলাহী সোহেল, সরওয়ার আলম, সাদুর রশিদ চৌধুরী, বেদার আহমদ, আবুল কাশেম, নজরুল ইসলাম চৌধুরী, আবদুল মন্নান চৌধুরী, যায়েদ বিন রশিদ, এস এম নুরুল আবচার, জাহাঙ্গীর আলম সিকদার, আলী হায়দার রনি, রফিকুল ইসলাম চৌধুরী, জহিরুল ইসলাম, এম. আবদুল হক, জাহেদুল হক জাহেদ, জাহাঙ্গীর আলম, মোজাহের আহমদ, নবাব চৌধুরী, মেম্বার মমতাজ, আজিজুল হক, গিয়াস উদ্দিন চৌধুরী, শাহ্‌জাদা মোহাম্মদ আলী, আনোয়ার শাহাদত, মোহাম্মদ আলী সওদাগর, হোসেন সওদাগর, মাস্টার মোহাম্মদ ফোরকান চৌধুরী, হেলাল উদ্দিন, মুহাম্মদ জালাল উদ্দিন চৌধুরী, শের আহমদ চৌধুরী, দিদারুল ইসলাম, শাহেদুল ইসলাম, শাহরিয়ার শরীফ খোকন, আকতার ফারুক, মঈনুল হক পলাশ, শওকত আউয়াল, দেলোয়ার আজীম, নুর মোহাম্মদ মেম্বার, মোহাম্মদ ছগীর, শেখ ফজলুল হক মেহেদী, আলী নবী মেম্বার, মনজুরুল হক চৌধুরী, হাফেজ মো. রমিজ, রাসেল চৌধুরী, গিয়াস কামাল চৌধুরী, নুরুল ইসলাম মেম্বার, মোজাহের মেম্বার, মনজুরুল হক, আলী নবী, ডা. ইউনুস, আবুল কাশেম চৌধুরী, ওসমান গণী, নুরুল আলম, আমান উল্যাহ, রফিকুল কাদের চৌধুরী, সৈয়দ আহমদ, মেম্বার ইসমাইল, মেম্বার এবাদুল্লাহ, ইউনুস কোম্পানি, হাসান, তমিজ উদ্দিন, জেলা ছাত্রদল নেতা আবদুস সবুর ও ফরহাদ প্রমুখ।

: আজাদী