ছনুয়া আঁরার বাঁশখালী শীর্ষসংবাদ সারা বাঁশখালী ধাওয়া-পাল্টা ধাওয়া ছনুয়ায়! Posted By: 0 Comment ছনুয়া প্রতিনিধি: বাঁশখালীর ( Banshkhali ) একপাশের ইউনিয়ন ছনুয়ায় ভোটগ্রহণের সময় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। খুদুকখালী ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। তবে কেন্দ্র স্থগিত করা হয়নি। ভোটগ্রহণ ধীর গতিতে চলছে বলে কেন্দ্রে দাঁড়ানো ভোটাররা অভিযোগ করেন।