বৈলছড়ি প্রতিনিধি: পরিবহন ধর্মঘটকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠছে বৈলছড়ি! সকাল থেকে বিচ্ছিন্নভাবে ধর্মঘট চললেও দুপুর গড়াতেই সেটা বৈলছড়ি বাজারে সংঘর্ষে রূপ নিয়েছে। ধাওয়া করার ঘটনাও ঘটেছে। শত শত লোকের উপস্থিতি ছিল তখন।
সংবর্ধনা সভা, প্রতিহত সভা এবং শেষমেষ ধর্মঘট নিয়ে যেসব ঘটনা ঘটেছে তা মূলত বৈলছড়ি হাইস্কুল ও বৈলছড়ি বাজারের আশেপাশেই। আর মাহমুদুল ইসলাম চৌধুরীর বাড়িও বৈলছড়ি হওয়াতে সবকিছুর কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে বৈলছড়ি বাজার।
আজ দুপুরের দিকে একটা স্পেশাল সার্ভিসের বাস বৈলছড়ি বাজার অতিক্রম করার সময় ধর্মঘট আহবানকারীরা তাতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এবং ঐ বাসটি ভাঙচুরের চেষ্টা করলেও পুলিশের উপস্থিতিতে তা আর সম্ভব হয়ে ওঠেনি। একই সময়ে ধর্মঘট প্রতিহতকারীরা এলে পরিবহন শ্রমিকেরা তাদের ধাওয়া দেয় বলে জানিয়েছে বৈলছড়ি বাজারের এক ব্যবসায়ী। তিনি বলেন, “এই ধাওয়াকে কেন্দ্র করে পাল্টা ধাওয়ার চেষ্টা হতে পারে।”