করোনাভাইরাস সংক্রামণরোধে সারা দেশের মতো বাঁশখালী উপজেলার বৈলছড়ি ও কাথরিয়া ইউনিয়নে জীবাণুনাশক স্প্রে ছিটানো হয় ও মরণঘাতী এই ভাইরাস সম্পর্কে জনসাধারণকে সচেতন করা হয়। চট্টগ্রাম দক্ষিণজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আবু তাহের ও সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন মানিকের নির্দেশনায় করোনা ভাইরাস সংক্রামণরোধে বাঁশখালী উপজেলায় বৈলছড়ী ও কাথরিয়া ইউনিয়নে বিভিন্ন স্থানে জীবাণুনাশক স্প্রে ছিটানো ও মরণঘাতী এই ভাইরাস সম্পর্কে জনগণকে সচেতন করা হয়। ছাত্রলীগের কর্মীরা এলাকার বিভিন্ন স্থানে একতাবদ্ধ হয়ে এই দুঃসময়ে এইসব কাজ করেন।
এই সচেতনতা কাজে উপস্থিত ছিলেন কাথরিয়া ইউনিয়ন ৪ নং ওর্য়াড ইউপি সদস্য নোমান চৌধুরী, বাঁশখালী ছাত্রলীগ নেতা মাঈনু উদ্দীন চৌধুরী সাজিব, হাবিব, আনিছ, আনাস, সাকিব, জিসান, রাকিব, মিনহাজ, লাবিব ও জোবাইর।
তারা ভবিষ্যতেও এধরনের সচেতনতা কাজে এলাকাবাসী পাশে থাকবে বলে ব্যক্ত করেন।