দেশের শীর্ষ ব্যবসায়িক সংগঠন এফবিসিসিআই’র সদস্য হলেন বাঁশখালীর কৃতিসন্তান শাহেদ আলী।
তিনি দীর্ঘদিন ধরে হ্যাচারি ব্যবসা ও চিংড়ি রপ্তানিতে যুক্ত থেকে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন।
জনাব শাহেদ আলী এফবিসিসিআই ছাড়াও যুক্ত রয়েছেন বিভিন্ন পেশাজীবী ও সামাজিক সংগঠনের সাথে৷ তিনি শ্রিম্প হ্যাচারি এসোসিয়েশন অব বাংলাদেশের যুগ্ম সম্পাদক, কক্সবাজারস্থ গোল্ডেন শ্রিম্প হ্যাচারি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও খুলনাস্থ সানমুন হ্যাচারি লিমিটেডের পরিচালক।
তিনি ২০১৭ সাল থেকে এফবিসিসিআই’র সাথে যুক্ত হয়েছেন। আগামী ফেব্রুয়ারিতে মৎস্য রপ্তানিখাত নিয়ে মৎস্য মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে ওমানে অনুষ্ঠিতব্য এক রাষ্ট্রীয় সফরের জন্য তিনি মনোনীত হন।
এ প্রসঙ্গে তিনি বাঁশখালী টাইমসকে বলেন- ‘ব্যবসায়ীরা দেশের কল্যাণে কাজ করে। আমি দেশ ও আমার জন্মভিটা বাঁশখালীর স্বার্থ নিয়ে আমার সাধ্যানুযায়ী কাজ করে যাবো। বড় কোন সংগঠনের সাথে থাকলে সমাজের জন্য কিছু করার সুযোগ থাকে।’
তাঁর গ্রামের বাড়ি বাঁশখালীর বৈলছড়ী ইউনিয়নের চেচুরিয়া গ্রামে।