BanshkhaliTimes

এফবিসিসিআই’র সদস্য হলেন বাঁশখালীর সন্তান শাহেদ আলী

BanshkhaliTimes

দেশের শীর্ষ ব্যবসায়িক সংগঠন এফবিসিসিআই’র সদস্য হলেন বাঁশখালীর কৃতিসন্তান শাহেদ আলী।
তিনি দীর্ঘদিন ধরে হ্যাচারি ব্যবসা ও চিংড়ি রপ্তানিতে যুক্ত থেকে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন।
জনাব শাহেদ আলী এফবিসিসিআই ছাড়াও যুক্ত রয়েছেন বিভিন্ন পেশাজীবী ও সামাজিক সংগঠনের সাথে৷ তিনি শ্রিম্প হ্যাচারি এসোসিয়েশন অব বাংলাদেশের যুগ্ম সম্পাদক, কক্সবাজারস্থ গোল্ডেন শ্রিম্প হ্যাচারি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও খুলনাস্থ সানমুন হ্যাচারি লিমিটেডের পরিচালক।

তিনি ২০১৭ সাল থেকে এফবিসিসিআই’র সাথে যুক্ত হয়েছেন। আগামী ফেব্রুয়ারিতে মৎস্য রপ্তানিখাত নিয়ে মৎস্য মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে ওমানে অনুষ্ঠিতব্য এক রাষ্ট্রীয় সফরের জন্য তিনি মনোনীত হন।

এ প্রসঙ্গে তিনি বাঁশখালী টাইমসকে বলেন- ‘ব্যবসায়ীরা দেশের কল্যাণে কাজ করে। আমি দেশ ও আমার জন্মভিটা বাঁশখালীর স্বার্থ নিয়ে আমার সাধ্যানুযায়ী কাজ করে যাবো। বড় কোন সংগঠনের সাথে থাকলে সমাজের জন্য কিছু করার সুযোগ থাকে।’

তাঁর গ্রামের বাড়ি বাঁশখালীর বৈলছড়ী ইউনিয়নের চেচুরিয়া গ্রামে।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *