বিশেষ প্রতিবেদক, বাঁশখালী টাইমস: দ্বিতীয়বারের মতো বাংলাদেশ সরকার কর্তৃক সিআইপি নির্বাচিত হয়েছেন বাঁশখালীর কৃতি সন্তান, বিশিষ্ট শিল্পোদ্যোক্তা, স্মার্ট গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মোস্তাফিজুর রহমান।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে তার সিআইপি নির্বাচিত হওয়ার ঘোষণাসহ একটি পত্র আজ সন্ধ্যায় পাঠানো হয়েছে।
বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক রপ্তানী বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য চিটাগাং ডেনিম মিলস লিমিটেডের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানকে টেক্সটাইল খাতে সিআইপি নির্বাচিত করা হয়েছে।
আগামী ১২ নভেম্বর বিকাল ৩ টায় ঢাকাস্থ হোটেল সোনারগাঁওয়ের বলরুমে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের উপস্থিতিতে এক বর্ণাঢ্য সংবর্ধনায় আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে বলে জানা গেছে।
প্রসঙ্গত, তারই সহোদর দৈনিক পূর্বদেশ সম্পাদক আলহাজ মুজিবুর রহমান ৪র্থবারের মতো সিআইপি নির্বাচিত হয়েছেন।