বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন, ‘দেশে বর্তমানে এক মিনিটও লোডশেডিং নেই। দেশের প্রত্যন্ত অঞ্চলেও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হয়েছে।’ দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন কালিগঞ্জ গুদারাঘাট এলাকায় শনিবার বিকেলে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নসরুল হামিদ বিপু।
কেরানীগঞ্জ গার্মেন্টস ও দোকান মালিক সমবায় সমিতি এই মতবিনিময় সভার আয়োজন করে। সভায় বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেন, ‘দেশে বর্তমানে পাঁচ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উদ্বৃত্ত রয়েছে। কোথাও এক মিনিটের লোডশেডিং হয় না। কখনো হয়তোবা সংস্কার কাজের জন্য বিদ্যুৎ বিভ্রাট হতে পারে। বিদ্যুতের সকল সমস্যা সমাধান কাজ করে যাচ্ছি। গ্যাসের সমস্যারও সমাধান অল্প সময়ের মধ্যে হয়ে যাবে।’
বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ সরকার ক্ষমতায় না থাকলে দেশের উন্নয়ন সম্ভব নয়। খালেদা-তারেক নিজেদের পকেট ভারী করার কথা ভাবে। দেশ নিয়ে চিন্তা করে না। আর আওয়ামী লীগ দেশের উন্নয়নে বিশ্বাস করে। কাজেই দেশের উন্নয়ন চাইলে শেখ হাসিনার বিকল্প নেই।’ এ সময় তিনি আসন্ন নির্বাচনে নৌকা মার্কায় ভোট চান।
ঢাকার নিকটবর্তী কেরানীগঞ্জের ১৭টি খাল উদ্ধারে সরকার এক হাজার কাটি টাকার প্রকল্প হাতে নিয়েছে বলে জানান তিনি। তিনি বলেন, শুধু খাল উদ্ধার করলেই হবে। এসব আপনাদেরই দেখে রাখতে হবে।’