চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ( Banshkhali Upazila ) গন্ডামারায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ১৩ তম কারামুক্তি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার গন্ডামারা ইউনিয়নের হাদীর পাড়া মাদ্রাসা হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাঁশখালী উপজেলা ( Banshkhali Upazila ) যুবদল নেতা আবু আহমদ।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদল নেতা মো. রফিক, জালাল উদ্দিন, মাসুদ সিকদার, ইছহাক মানিক, আবুল মনছুর সিকদার, আবুল কালাম, খন্দকার শোয়াইব, মো. ইউসুফ, নেছার, জমির উদ্দিন, ফৌজুল কাদের, জুনাইদ, আবু ছালেহ মুন্না, নেজাম উদ্দিন, ফরহাদুল ইসলাম, জমির, শওকত, ফোরকান, ইউনুছ, মাহমুদুল ইসলাম, হোছাইন সিদ্দিকী, আবদুল আলিম, মিজান সিকদার, দেলোয়ার হোছেন ও আহমদ নুর প্রমুখ।
সভাপতির বক্তব্যে নবগঠিত বাঁশখালী উপজেলা ( Banshkhali Upazila ) যুবদলের আহ্বায়ক আবু আহমদ বলেন দেশ
নেত্রীর শারীরিক মুক্তি হলেও এখনো মানসিক মুক্তি হয়নি, দেশকে অবৈধ দখলদার মুক্ত করতে যুবদলকে অগ্রণী ভুমিকা রাখতে হবে। দেশের উন্নয়নে খালেদা জিয়ার বিকল্প নেই।
এতে দেশনেত্রীর সু স্বাস্থ্য কামনা করে
দোয়া মাহফিল ও মুনাজাত পরিচালনা করেন হাফেজ শহিদুল্লাহ।
প্রেস বিজ্ঞপ্তি