BanshkhaliTimes

দুস্থ মহিলাকে নজির আহমদ ট্রাস্টের ঘর প্রদান

BanshkhaliTimes

মাস্টার নজির আহমেদ ট্রাস্টের পুনর্বাসন প্রকল্পের আওতায় সেমি পাকা বাড়ি পেয়েছেন বিধবা মহিলা রেজিয়া বেগম।
গতকাল শুক্রবার নাপোড়া গ্রামের ভিলিজার পাড়ায় রেজিয়া বেগমকে নির্মিত বাড়িটি হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ট্রাস্টের সদস্য সচিব ও দৈনিক পূর্বদেশ সম্পাদক মুজিবুর রহমান।

উল্লেখ্য, মাস্টার নজির আহমদ ট্রাস্ট কর্তৃক বছরব্যাপী সামাজিক কর্মকাণ্ডের অংশ হিসেবে দুস্থ মহিলাকে সেমি পাকা বাড়ি হস্তান্তর করা হয়েছে।

অসহায় মানুষের দুর্দশা লাঘবে এই ট্রাস্ট সাধ্যমত পাশে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

প্রেস বিজ্ঞপ্তি

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *