BanshkhaliTimes

দুর্নীতিকে একযোগে প্রত্যাখানের অঙ্গীকার

BanshkhaliTimes

মুহাম্মদ মিজান বিন তাহের, বাঁশখালী টাইমস: নানা কর্মসূচির মধ্য দিয়ে সারা দেশের মত বাঁশখালীতে ও দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত হয়েছে। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘সবাই মিলে গড়ব দেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ’। গত সোমবার (৯ ডিসেম্বর) উপজেলা দিশারী(কৃষাণ ও কৃষাণী) প্রশিক্ষণ কেন্দ্রে দুর্নীতি দমন কমিশন ও বাঁশখালী উপজেলা প্রশাসনের সহযোগিতায় বেলা ১১টায় মানববন্ধন
উপজেলা মাঠে অনুষ্ঠিত হয়।

দুর্নীতি দমন কমিশনের আয়োজনে এ মানববন্ধন বাঁশখালী উপজেলা সদর প্রদক্ষিণ শেষে আলোচনা সভা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোমেনা আক্তারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন অর্থ ও পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের সংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি, এ সময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল বশিরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা আক্তার কাজেমী, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শ্যামলী দাশ, কৃষি অফিসার আবু ছালেক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম, উপজেলা নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম ভূইয়া, নির্বাচন কর্মকর্তা ফয়সাল আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা শাকেরা শরীফ, মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান, জনস্বাস্থ্য কর্মকর্তা মনিরুজ্জমান দেওয়ানজী, সমাজসেবা কর্মকর্তা অনিক রায়,পল্লী বিদ্যুৎ ডিজিএম নাজিম উদ্দীন,দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য আসিফুল হক, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সাধনপুর ইউপি চেয়ারম্যান মহিউদ্দীন চৌধুরী খোকা,চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরী, আ.ন.ম শাহাদত আলম,তাজুল ইসলাম,মুজিবুল হক চৌধুরী, আসহাব উদ্দীন চৌধুরী, স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তাপস কুমার নন্দীর, মহিলা কাউন্সিলর রোজিয়া সোলতানা রুজি প্রমুখ।

মানববন্ধনে বাঁশখালী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা, সচেতন নাগরিক, প্রশাসনের কর্মকর্তারা অংশ নেন।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *