দুর্গত আত্মার ভাগ্যরেখা
হাফিজ রশিদ খান
আকাশে গভীর কালোমেঘ
ছুটোছুটি বন্ধ রেখে থেমে আছে
যেন প্রতিপক্ষে ঝাঁপিয়ে পড়ার পূর্ব মহূর্তে সম্রাট কুতুব উদ্দিন আইবেক।
বজ্র-কামানের জোরালো আলোকায়নে
বাংলার কৃষক ঘরফেরা বাজারু মানুষ
স্তব্ধ হয়ে যাচ্ছে
খামারে, পথের উদ্বন্ধনে
কার্বন নিঃসরণের বোবাযুদ্ধে
কে দাঁড়াচ্ছে কাহার বিরুদ্ধে
নেই উজ্জ্বল তালাশ
শুধু বিশ্লেষণ শুধু গভীর দোষারোপের প্রজ্ঞা
শুধু আবেদন-নিবেদনের বাহাস
মানুষের ভাগ্যরেখা
কোন্ অলক্ষের কুটিল দেরাজে আছে
লুকিয়ে অপ্রকাশিত পাণ্ডুলিপি
দুর্গত আত্মারা কোনো দিন পাবে তার দেখা!