ডেস্ক- দুবাইয়ে সাতকানিয়াবাসীর উদ্যোগে বাঁশখালী উপজেলা চেয়ারম্যানের সংবর্ধনা ও ইফতার মাহফিল আজ অনুষ্ঠিত হয়েছে। এতে দুবাইয়ে অবস্থানরত সাতকানিয়া-বাঁশখালীবাসী সহ বাংলাদেশী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১লা জুন বাঁশখালী উপজেলা চেয়ারম্যান ওমরা পালনের উদ্দেশে বিদেশ গমন করেন। তিনি সেখানে পৌঁছলে বাংলাদেশীরা তাঁকে স্বাগত জানান। বাঁশখালী উপজেলা চেয়ারম্যান দুবাইয়ে বিভিন্ন সেমিনার ও ইফতার মাহফিলে অংশ নেন।