BanshkhaliTimes

দুখু মিয়ার জন্মদিন আজ

আজ ১১ জ্যৈষ্ঠ,
বিদ্রোহী কবির শুভ জন্মদিন…

বিদ্রোহী -প্রেম, সাম্য-মানবতার কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন আজ। বাংলা জ্যৈষ্ঠ ১১, ১৩০৬ বঙ্গাব্দের এ দিনে বর্ধমান জেলার আসানসোলের জামুরিয়া থানার চুরুলিয়া গ্রামে কাজী ফকির আহমেদ ও জাহেদা খাতুনের ঘরে জন্ম নেন কাজী নজরুল ইসলাম। বেশ কটি সন্তানের মৃত্যুর পর জন্ম নেয়া নজরুলের নাম বাবা-মা রাখেন ‘দুখু মিয়া’।

বাংলা কবিতায় নজরুলের আর্বিভাব একেবারেই ধূমকেতুর মতো। হঠাৎ করে একদিন তিনি বাংলা সাহিত্যে আবির্ভূত হয়ে সমস্ত আকাশকে কীভাবে রাঙিয়ে গেলেন অথবা উজ্জ্বল করে দিলেন, তা নিয়ে এখনো গবেষণা হতে পারে। কোন সঞ্জীবনী মন্ত্রে তিনি উচ্চকণ্ঠে বলতে পারে্ন- ‘বল বীর, বল উন্নত মম শির’ অথবা মহা-বিদ্রোহী রণ-ক্লান্ত/ আমি সেই দিন হব শান্ত/ যবে উৎপীড়িতের ক্রন্দল-রোল আকাশে-বাতাসে ধ্বনিবে না,/ অত্যাচারীর খড়গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না-’। বিদ্রোহী কবি যেমন ছিলেন নির্ভীক, তেমনি ছিলেন রোমান্টিক। রোমান্টিকতার আতিশয্য ও অভিমানে ভরা তার অনেক গান বাঙালির হৃদয়রাজ্যে বিচরণ করছে।

বাঁশখালী টাইমসের পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা প্রিয় কবি কাজী নজরুল ইসলামকে।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *