শীলকূপ প্রতিনিধি : বাঁশখালী রংগিয়াঘোনা সিনিয়র ফাজিল মাদরাসার ৭ম শ্রেণীর দুই ছাত্রী সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার প্রতিবাদে এবং ঘাতক অপরাধী ড্রাইভারের শাস্তির দাবিতে ওই মাদ্রাসার সকল শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীরা মানববন্ধন করেন।
মানববন্ধনের ছাত্র-ছাত্রী ও শিক্ষকরা স্বতঃস্ফুর্তভাবে অংশ নেয়। এতে মাদরাসার শিক্ষকেরা তাদের দুই ছাত্রী হত্যার দ্রুত বিচার করে বলেন, যেন ঘাতক ড্রাইভারকে শাস্তির আওতায় আনা হয় এবং দুই নিহত ছাত্রীর পরিবারকে অর্থসহায়তা দেওয়া হয়।
উল্লেখ্য, গতকাল সোমবার (৯ অক্টোবর) সকাল ৭টা ১৫ মিনিটের সময় চট্টগ্রাম-বাঁশখালী প্রধান সড়কের বাঁশখালীর রঙিয়াঘোনা মনচুরিয়া বাজারের দক্ষিণ পাশে ব্রীজের সামনে উত্তর দিক হতে আসা একটি দ্রুতগামী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শাহেদা আকতার (১৪) নামে রঙিয়াঘোনা ফাজিল মাদ্রাসার ৭ম শ্রেণীর ছাত্রী ঘটনাস্থলেই মারা গেছে। একই মাদ্রাসার ছাত্রী, নিহত শাহেদার সহপাঠী মুর্শিদা বেগম (১৪) পিতা নুরুল আলমকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মইজ্জারটেক এলাকায় মারা যায়।