দুই গ্রুপে সংঘর্ষে আহতদের দেখে এলেন প্রতিমন্ত্রী জাবেদ ও লিটন

গুলিবিদ্ধ বাঁশখালী উপজেলা আওয়ামিলীগ, যুবলীগ ও ছাত্রলীগের দেখে এলেন প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এম.পি. ও বাঁশখালী আওয়ামী লীগের নেতা আলহাজ আবদুল্লাহ কবির চৌধুরী লিটন। তারা গুলিবিদ্ধদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

প্রসঙ্গত, দক্ষিণ জেলা আওয়ামীলীগ নেতা আবদুল্লাহ কবির লিটন ও বর্তমান এমপি মোস্তাফিজুর রহমানের অনুসারীদের মধ্যে সংঘর্ষে দু’পক্ষের অন্তত ১৫ জন গুলিবিদ্ধসহ ৩০ জন আহত হয়েছিল।
সেদিন বিকালে জলদীর গ্রীনপার্ক কমিউনিটি সেন্টারে আখতারুজ্জামান চৌধুরী বাবু স্মৃতি সংসদের ব্যানারে স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন আবদুল্লাহ কবির লিটন।
তাঁকে প্রতিহত করার ঘোষণা দিয়ে এমপি মোস্তাফিজের অনুসারীরা সড়কে অবস্থান নেয়। এক পর্যায়ে দুই পক্ষের মুখোমুখি গোলাগুলিতে ১৫ জন গুলিবিদ্ধসহ ৩০ জন আহত হয়েছিল।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *