BanshkhaliTimes

দুই কৃতি সন্তানকে সংবর্ধনা দিলেন বাঁশখালী সমিতি ঢাকা

বাঁশখালী সমিতি- ঢাকার পক্ষ থেকে হাবিবুল কবির
চৌধুরী এবং মেজর (অব:) ইঞ্জিনিয়ার শামসুদ্দিন আহাম্মেদ চৌধুরীকে সংবর্ধনা দেয়া হয়েছে।

হাবিবুল কবির চৌধুরী দুলু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব হিসেবে পদন্নোতি পাওয়ায় এবং মেজর (অব:)ইঞ্জিনিয়ার শামসুদ্দিন আহাম্মেদ চৌধুরী রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের মেম্বার (উন্নয়ন) হিসেবে নিয়োগ পাওয়ায় এই সংবর্ধনা দেওয়া হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের বিচারক ও বাঁশখালী সমিতি-ঢাকার উপদেষ্টা পরিষদের সভাপতি বিচারপতি বোরহানউদ্দিন এবং গেষ্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রথম মেয়র ও বাঁশখালীর সাবেক সাংসদ মাহমুদুল ইসলাম চৌধুরী।

গত ০২/১০/২০১৮ইং বাঁশখালী সমিতি ঢাকার নিজ কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানের সভাপতি ছিলেন বাঁশখালী সমিতি-ঢাকার উপদেষ্ঠা পরিষদের সদস্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পালি ও বুড্ডিস বিভাগের সাবেক চেয়ারম্যান ডক্টর সুমঙ্গল বড়ুয়া।বএতে আরো উপস্থিত ছিলেন বাঁশখালী সমিতি ঢাকার সাবেক সভাপতি ফ্লাইট ল্যাফ্টেন্ড অবঃ মীর মাহমুদুল হক, ডক্টর বেলু রাণী বড়ুয়া, খোরশেদুল আলম চৌধুরী, যুগ্ন সচিব আবু মোহাম্মদ মহিউদ্দিন কাদেরি, মোঃ শাহ ই আলম, ইইঞ্জিনিয়ার উজ্জল মল্লিক, বাঁশখালী সমিতি ঢাকার সাধারণ সম্পাদক আজিজ আহাম্মেদ শরিফি, এডভোকেট মুজিবুর রহমান চৌধুরী,শাহাবুদ্দিন আরিফ,আব্দুল মালেক,অর্ধেন্দু বিকাশ চক্রবর্তী, দেব দুলাল দাশ,মোঃ সেলিম,মোঃ জাকারিয়া হোসাইন, মোঃ শাহরিয়ার ইমন,মোঃ মমতাজ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রেস বিজ্ঞপ্তি

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *