আজ শেষ হচ্ছে সুলতান সুলেমান সিরিয়াল।
বাংলায় ডাবিংকৃত সাড়া জাগানো এই মেগা সিরিয়াল দীপ্ত টিভিতে আজ শেষপর্ব প্রচার হবে। আলিফ লায়লার পরে এমন সিরিয়াল খুব কমই প্রচারিত হয়েছে বাংলাদেশের টিভি চ্যানেলে। দর্শকদের অনুরোধ ও আগ্রহে সিরিয়ালটি সিজন-৬ নভেম্ববরের ২৫ তারিখ থেকে আবার দেখানো হবে বলে জানা গেছে।
প্রায় ৭০০ বছর আগে তুরস্কের অটোমান সাম্রাজ্যের রাজা ছিলেন সুলতান সুলেমান। এই সাম্রাজ্যের স্বর্ণযুগ ছিল সুলতান সুলেমানের নেতৃত্বে ষোড়শ থেকে সপ্তদশ শতাব্দী। ক্ষমতার টানাপোড়েনে সাম্রাজ্যের নানা ষড়যন্ত্র, সন্তানদের হত্যা এবং দাসপ্রথার অন্তরালের কাহিনি নিয়ে নির্মিত এই মেগা সিরিয়াল প্রিয় হয়ে ওঠে বাংলাদেশের দর্শকদের।
শেষ পর্বে অটোমান সাম্রাজ্যের এই সুলতানকে দেখা যাবে যুদ্ধের ময়দানে। সৈন্যদের উদ্দেশে দীর্ঘ বক্তৃতার সময়ে অসুস্থ হয়ে পড়বেন তিনি। সেখানেই মৃত্যু হবে তাঁর। মৃত্যুর আগে তিনি স্মরণ করবেন দীর্ঘদিনের বন্ধু ও প্রধান সেনাপতি ইব্রাহিম পাশাকে।