BanshkhaliTimes

দিলুয়ারা বেগম ভাবনার ৭ টি অণু কবিতা

BanshkhaliTimes

দিলুয়ারা বেগম ভাবনার ৭ টি অণু কবিতা

🏵 এড়িয়ে যাওয়া কি কেবল সময়হীনতার কারণ
কিংবা মন খারাপের ভূষণ?
যদি মানুষের মুল্য জানো
তবে, এড়িয়ে যাওয়া বারণ!

🏵 আমার কাব্যালয় ঘিরে অজস্র জল্পনা আর অঢেল সময়ের মিছিল।
মেঠো করিডোরে ভাব ও এসেছে বটে
এলে না শুধুই ‘তুমি’!

🏵গভীর নিশিতে,নির্জন সালাতে,কে সে কাঁদে?
আমাকে নিও তোমার সাথে!
কনকনে শীতে,ওজুর সাথে আলিঙ্গনরত কে এ রাতে?
আমাকে নিও তোমার সাথে!

জং ধরা মন আজ শীতলতার বড্ড কাঙাল!

🏵 যতটা দূরে থাকার কথা দাও,
ততটাই বেশি কাছে আসো।
যতটা না আড়াল করতে জানো
ততটাই জানিয়ে দাও কত বেশি
ভালোবাসো!

🏵 “আমি থাকবোনা”
ভাবতেই স্বস্তির নিশ্বাস পড়ে!
ছিলাম না, থাকবোনা সে-ই তো নিয়ম,
‘আমি যে ছিলাম’ সেটা কে জানবে ক’টা
যুগ পরে?

🏵 নিরব ক্যানো কবিমন,
কীসের যাতন শুনি?
লুকোয় যত আবেগী দহন,
এসো মানিয়ে নিতে জানি!

🏵 বিনা পরিশ্রমেই আজ ভীষণ ক্লান্ত আমি
সমস্ত ভালোবাসার দরজায় দিয়েছি খিল-
এত স্নেহের যোগ্য কভু ছিলেমনা ; জানি
সাধ্যের বেশি পাওয়া পাপের শামিল।।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *