দারুল কারীম মাদরাসার ৩ দিনব্যাপী বার্ষিক মাহফিল সম্পন্ন

মুহাম্মদ মিজান বিন তাহের: বাঁশখালী উপজেলার পৌরসদরস্থ জলদী দারুল কারীম মাদরাসার ৩ দিন ব্যাপী বার্ষিক মাহফিল ব্যাপক উৎসাহ ও সাড়া জাগানো রুহানী বয়ানের মধ্যে দিয়ে গত শনিবার (১৯ জানুয়ারী) রাতে আখেরী মুনাজাতের মাধ্যমে শেষ হয়েছে। বাঁশখালীর সর্বজন শ্রদ্বেয় আলেমেদ্বীন চাম্বল দারুল উলুম মাদ্রাসার পরিচালক পীরে কামেল আল্লামা শাহ আবদুল জলিল সাহেব হুজুরের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান বক্তা ছিলেন-মুনাজেরে জামান আল্লামা আজিজুল হক আল মাদানী।
দারুল কারীম মাদরাসার পরিচালক সাংবাদিক মাওলানা শফকত হোসাইন চাটগামীর সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলে বাঁশখালীর এমপি আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী উপস্থিত থাকার কথা থাকলে তিনি ঢাকায় অবস্থান করায় মাহফিলে উপস্থিত হতে পারেন।

BanshkhaliTimes

মাহফিলের প্রথম দিন বৃহস্পতিবার দেশের বিশিষ্ট ক্বারীদের অংশ গ্রহণে ক্বেরাত মাহফিল এবং শেষ দিন শনিবার কলরব, আল মাদীনা ও নবজাগরন শিল্পীগোষ্টির শিল্পীদের অংশ গ্রহণে ইসলামী সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া মাহফিলে বক্তব্য রাখেন, আল্লামা সোলাইমান ছিদ্দিকী [কুয়াকাটা], আল্লামা রাশেদুল ইসলাম রহমতপুরী [কুমিল্লা], আল্লামা মুফতি ছরওয়ার হোসাইন বিক্রমপুরী [ঢাকা], আল্লামা হাবিবুল ওয়াহেদ [রাজঘাটা মাদরাসা], আল্লামা আশরাফ আলী গাজী [বাঁশখালী], আল্লামা হাফেজ ফরিদ আহমদ আনসারী, মাওলানা মোস্তাক আহমদ, মাওলানা শামছুদ্দীন আফতাব, মাওলানা ওবায়দুল্লাহ রফিকী, মাওলানা খালেদুর রহমান, মাওলানা মাহমুদ বিন মাদানী প্রমুখ।

ওয়াজ মাহফিল শেষ ইসলামী সংগীত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে ঢাকা কলরবের প্রধান পরিচালক আবু সুফিয়ান, আল মাদীনা শিল্পী গোষ্ঠীর প্রধান পরিচালক মাওলানা আসহাব উদ্দীন আল আজাদ, নবজাগরণ শিল্পী গোষ্ঠীর পরিচালক আলমগীর বিন কবির, শিল্পী সাদেক হোসাইন, আহমদ আবু জাফর, ওয়াহেদ মাজহারসহ বিশিষ্ট শিল্পীরা।

প্রথম দিন মাহফিলে ক্বেরাত মাহফিলে পটিয়া মাদরাসার ক্বেরাত বিভাগের সিনিয়র উস্তাদ মাওলানা ক্বারী আহমদুল হক ও ইছাপুর মাদরাসার প্রধান ক্বারী মাওলানা ইসহাক, চট্টগ্রাম সেগুনবাগান মাদ্রাসার প্রধান ক্বারী মাওলানা ইসমাইল, মাওলানা ক্বারী আব্দুর রশিদ, মাওলানা ক্বারী আজিজ, মাওলানা ক্বারী আতাউল্লাহ আজাদীসহ বিশিষ্ট ক্বারীগণ উপস্থিত ছিলেন।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *