বাঁশখালীর ব্যতিক্রমী দ্বীনি প্রতিষ্ঠান দারুল কারীম মাদরাসায় এবার শুরু হয়েছে “ইসলামী সংগীত প্রশিক্ষণ”
গতকাল বৃহস্পতিবার বাদে আসর দারুল কারীম মাদরাসা ক্যাম্পাসে জনপ্রিয় সাংস্কৃতিক সংগঠন বাংলার মাটির শিল্পীরা এই প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সুচনা করেন।
এসময় বাংলার মাটির চেয়ারম্যান মাওলানা এবিএম অলিউল্লাহ, চেতনা বিডি ডট কমের চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা এইচ এম রুহুল্লাহ, বাঁশখালী মনসুরিয়া তালিমুল কোরআন মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মুফতি ওবায়দুল্লাহ চৌধুরী, চাম্বল বাংলাবাজার শাহ আমানত দাখিল মাদরাসার সুপার মাওলানা জাকারিয়া বিন হাবিব, ইসলামী আন্দোলন নেতা মাওলানা আতাউল্লাহ ইসলামাবাদী, মাওলানা মুফতি নুরুল আমিন, মাওলানা আনোয়ারুল ইসলাম,, মাওলানা হাফেজ ওয়াহিদুল্লাহ আল নোমান, মাওলানা আমির হোসাইন নাছিরীসহ দারুল কারীমের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
বাংলার মাটির জনপ্রিয় শিল্পী শোয়াইব আল হাছান, আবদুল আজিজ, ইসমাঈল ও সহকর্মীরা এই প্রশিক্ষণ দেন।
###
এখন থেকে প্রতি শুক্রবার বাদে আসর থেকে দারুল কারীমের ব্যতিক্রমী এই সংগীত প্রশিক্ষণ চলবে ইনশাআল্লাহ। দারুল কারীমের ছাত্ররা ছাড়াও বাইরের স্কুল মাদরাসার শিক্ষার্থীরা এই প্রশিক্ষণে অংশ নিতে পারবে।
####
দারুল কারীম মাদরাসার কয়েকটি বৈশিষ্ট্য
###
১। আমরা মাদরাসার ছাত্রদের দিয়ে কোন ধরণের চাঁদা কালেকশন করিনা। আমরা ছাত্রদের দিয়ে চাঁদা তোলার কাজ করিনা।
২। সাধারণত: মাদরাসা গুলোতে খাবার ২ বেলা হলেও আমরা ৩ বেলা উন্নত মানের ঘরোয়া পরিবেশের খাবার পরিবেশন করি।
৩। হেফজ ও নাজেরা বিভাগে আমরা বাংলা ইংরেজী শিক্ষার ব্যবস্থা রেখেছি। যাতে হিফজ শেষ করে একটি ছেলে ৫ম শ্রেণীতে ভর্তি হতে পারে।
৪। প্রশিদ্ধ ও সুপরিচিত কারী সাহেব এর মাধ্যমে প্রতি সাপ্তাহে কেরাত প্রশিক্ষণের ব্যবস্থা। যার মাধ্যমে ছাত্ররা সুন্দর সুরে কোরআন তেলাওয়াতের যোগ্যতা অর্জন করছে।
৫। প্রতি সাপ্তাহে বিশিষ্ট শিল্পীদের দিয়ে ইসলামী সংগীত প্রশিক্ষণ।
তাছাড়া ব্যতিক্রমভাবে দারুল কারীম ছাত্রদের গড়ে তোলতে প্রতিনিয়ত নতুন নতুন চিন্তার সম্মিলন ঘটানো হয় দারুল কারীমে।
আপনিও পাশে থাকুন, বাঁশখালীর নতুন চিন্তা, নতুন আইডিয়া নিয়া পথ চলা দারুল কারীমের সাথে।