বাঁশখালী টাইমস: বাংলাদেশ কগকওমী মাদরাসা শিক্ষাব্যবস্থায় সর্বোচ্চ ক্লাস দাওরায়ে হাদীসের ফলাফল প্রকাশ করা হয়েছে। এবার গড় পাশের হার ৮২ দশমিক ৮৫ শতাংশ। ছাত্রদের পাশের হার ৮৩.৯২ এবং ছাত্রীদের পাশের হার ৭৮.৯৩।
আজ কওমী মাদরাসা সমূহের সম্মিলিত পরীক্ষা নিয়ন্ত্রণ কমিশন ‘আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ’-এর পক্ষ থেকে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ফলাফল প্রকাশ করা হয়। সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয় ঢাকার আরামাবাগের দপ্তরে।
দাওরায়ে হাদীসের সনদকে মাস্টার্স (ইসলামিক স্টাডিজ ও আরবি) এর সমমান ঘোষণার পর এই প্রথম ফলাফল প্রকাশ করা হলো।
সংবাদ সম্মেলনে ফলাফল ঘোষণা করেন ‘আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ’-এর কো চেয়ারম্যান আল্লামা আশরাফ আলী বিজয়পুরী।
এসময় উপস্থিত ছিলেন, বেফাকের সহ-সভাপতি আল্লামা নুর হুসাইন কাসেমী, বেফাকের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা আবদুল কুদ্দুস, মুফতী ওয়াক্কাস, মাওলানা আনোয়ার শাহ, মাওলানা মুহিব্বুর রহমান, বেফাক মহাপরিচালক মাওলানা জুবায়ের আহমদ, মুফতী ফয়জুল্লাহ প্রমুখ।
এবার মুমতাজ পেয়েছেন ৭৮৬ জন, জায়্যিদ জিদ্দান ৩৬২৬ জন জায়্যিদ ৫৪৮৪, মাকবুল ৫৪০৮ জন।