বিটিডেস্ক : বাঁশখালী উপজেলায়ও ১০ টাকা কেজির চাল বিক্রিতে অনিয়মের অভিযোগ পেয়েছে বলে জানিয়েছে দুদক। বিষয়টি খতিয়ে দেখতে মাঠে নেমেছে তারা। দুদকের চট্টগ্রাম অফিস সূত্রে জানা গেছে, বিষয়টি পর্যবেক্ষণ করছে তারা। আরও কয়েকদিন পর্যবেক্ষণের পর সুনির্দিষ্ট অভিযোগ পেলে তারপর অনুসন্ধানে নামবে।
দুদক সূত্রমতে, ১০ টাকা কেজি দরে চাল বিক্রিতে নিয়ম মানা হচ্ছে না বলে গণমাধ্যমে খবর প্রকাশের পর চট্টগ্রামে সেটা পর্যবেক্ষণের সিদ্ধান্ত নিয়েছেন দুদক কর্মকর্তারা। আনোয়ারা এবং বাঁশখালী উপজেলায় দু’জন সহকারী পরিচালকের সমন্বয়ে গঠিত দুটি পৃথক টিম পাঠানো হয়। কক্সবাজারে উপ-পরিচালকের নেতৃত্বে একটি টিম পাঠানো হয়। চাল বিক্রিতে যেসব অনিয়মের অভিযোগ দুদক পাচ্ছে তার মধ্যে আছে, গরিবের বদলে ধনীদের কাছে চাল বিক্রি, ওজনে কম দেওয়া, ৩০ কেজি চাল দেওয়ার টিপসই নিয়ে ১০ থেকে ২০ কেজি দেওয়া, হতদরিদ্রের নাম তালিকায় না আনা, নেতাকর্মীদের দৌরাত্ম্য এবং নিম্নমানের চাল দেওয়া। সম্প্রতি সরকার ১০ টাকা কেজি দরে ৫০ লাখ পরিবারের মাঝে প্রতি মাসে ৩০ কেজি চাল বিতরণের সিদ্ধান্ত নেয়। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এবং মার্চ ও এপ্রিল- এই পাঁচ মাস চাল বিক্রি করা হবে। অভিযোগের সত্যতা পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে দুদকসূত্র।