তাফহীমুল ইসলাম(বাঁশখালী টাইমস)-
দুদিন পরেই শুরু হবে জেএসসি/জেডিসি পরীক্ষা। শিক্ষার্থীরা তাই পার করছে ব্যস্ত সময়। দিনে-রাতে লেখাপড়া করে গুরুত্বপূর্ণ অধ্যায় আয়ত্বে এনে চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে পরীক্ষার। এমন সময় তাদের ডিস্টার্বের কারণ বিদ্যুৎ। সকাল নয়টায় বিদ্যুৎ গেলেও রাত সাতটা হওয়ার পরেও দেখা নেই বিদ্যূৎের। যদিওবা গত তিনদিন সকাল নয়টায় বিদ্যুৎ যাওয়ার পর এসে গিয়েছে দুপুর তিন/চারটার দিকে। কিন্তু আজ সন্ধ্যা সাতটা হওয়ার পরেও দেখা মিলছে না বিদ্যুৎের। অথচ- শিক্ষার্থীদের এ কঠিন সময়ে চব্বিশ ঘন্টা বিদ্যুৎ ব্যবস্থা দেওয়া উচিত। কিন্তু বিধিবাম- এমন সময়ে পূর্বের চেয়েও বেড়েছে লোডশেডিং!
গত দুদিন আগে কাহারঘোনায় নতুন বিদ্যুৎ লাইন উদ্বোধন অনুষ্ঠানে মাননীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেছেন- বাঁশখালীকে শতভাগ বিদ্যুতায়ন করা হবে। ভুক্তভোগিদের প্রশ্ন- এভাবে যদি দুর্নীতিবাজ কর্মকর্তারা বিদ্যুৎ নিয়ে অবৈধ বাণিজ্য চালায় তাহলে কি এমপি মহোদয়ের স্বপ্ন বাস্তবায়িত হবে?