মিজান বিন তাহের, বাঁশখালী টাইমস: বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ও উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দ্বিতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় বাঁশখালী উপজেলা ও পৌরসভা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও মহিলা আওয়ামীলীগের যৌথ উদ্যোগে এক সংবর্ধনা সভার আয়োজন করা হয় বৃহস্পতিবার (১০ জানুয়ারী) বিকেলে বাঁশখালী উপজেলা সদরস্থ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে।

বাঁশখালী পৌরসভার মেয়র শেখ সেলিমুল হক চৌধুরীর সভাপতিত্বে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী ।
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল গফুরের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন দক্ষিনজেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক খোরশেদআলম, কেন্দ্রীয় যুবলীগ নেতা সাইফুদ্দিন আহমদ রবি, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মাহফুজুল হক চৌধুরী, উপজেলা আওয়ামীলীগ নেতা মজিবুর রহমান চৌধুরী, বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মৌলাভী নুর হোসেন, ডা:ফারুক আহমেদ,সাধনপুর ইউনিয়নের চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন চৌধুরী খোকা,
প্রচার সম্পাদক সরওয়ার কামাল, দপ্তর সম্পাদক শ্যামল দাশ, আওয়ামীলীগ নেতা ডা. ফারুখ আহমেদ, রেজাউল করিম চৌধুরী, উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি ও কালীপুর ইউপি চেয়ারম্যান এডভোকেট আ.ন.ম শাহাদত আলম, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শ্যামল দাশ, সরল ইউনিয়নের চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরী,
সাবেক চেয়ারম্যান মাহফুজুর রহমান,
শীলকুপের সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হক সিকদার, কালীপুর ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট শাহাদত আলম, বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম, চাম্বল ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, বৈলছড়ী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ কফিল উদ্দিন, খানখানাবাদ ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট বদর উদ্দিন চৌধুরী,শেখেরখীল ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ ইয়াছিন,ছনুয়া ইউনিয়নের চেয়ারম্যান মো: হারুনুর রশীদ,মহিলা আওয়ামীলীগের সভানেত্রী রেহেনা আক্তার কাজেমী,শীলকূপ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হক সিকদার, খানখানাবাদ ইউপির সাবেক চেয়ারম্যান মাহফুজুর রহমান, পুকুরিয়া ইউপির সাবেক চেয়ারম্যান আক্তার হোসাইন, পৌরসভা আওয়ামী লীগ নেতা জেবু,পুইছড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মুজিবুর রহমান চৌধুরী,
কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সভাপতি রিয়াজ উদ্দীন চৌধুরী সুমন, পৌরসভা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক নীল কন্ঠ দাশ,পৌরসভা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এডভোকেট তোফাইল বিন হোসাইন, পৌরসভা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল ওয়াদুদ লেদু, যুবলীগের আহবায়ক হামিদ উল্লাহ সহ আরো অনেকে
সংবর্ধনা কালে আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, বর্তমান আওয়ামীলীগ সরকার যে উন্নয়ন করেছে তার ধারাবাহিকতা অব্যাহত রাখতে আবারো জননেত্রী শেখ হাসিনার বিকল্প নেই। জননেত্রী শেখ হাসিনার মেধাবী নেতৃত্বে বাংলাদেশ অনেক দূর এগিয়ে গেছে। তেমনি বর্তমান সরকার ক্ষমতায় থাকার সুবাধে বাঁশখালী ১৪ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভায় দেখার মত উন্নয়ন হয়েছে। আগামীতে আওয়ামী লীগ সরকারের গৃহীত উন্নয়ন কর্মকান্ড শেষ হলে দেশের চেহারা পাল্টে যাবে। শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালে নারীদের মাতৃত্বকালীন ভাতা, বিধবা ভাতা, বয়স্কভাতা চালু করেছেন। নারী এখন সমাজ পরির্বতনে কাজ করে যাচ্ছেন। বলতে গেলে জননেত্রী শেখ হাসিনা নারী সমাজের অগ্রদূূত। বর্তমান সরকার নারীর ক্ষমতায়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে নারীদের যথাযথ সম্মান করেছে, নৌকা মার্কায় ভোট দিয়ে আপনারা আমাকে বিজয় করেছেন।
তিনি আরো বলেন, আমি কথায় বিশ্বাসী না আমি কাজে বিশ্বাসী।আমি ওয়াদা দিবনা আমি মন ভোলানো কথাও বলব না। আমার জন্য সবাই দোয়া করবেন। আমি আপনাদের মধ্যে শাসক হিসাবে থাকব না। আমি আপনাদের সেবক হিসাবে থাকব। যেমন ৫ বছরে ১০০০ কোটি টাকার উন্নয়ন করেছি যা উন্নয়ন করেছি আপনাদের সুখ ও শান্তির জন্য করেছি। আমি নিরবে নিভৃতে সাধারণ মানুষের কল্যানে কাজ করার চেষ্টা করেছি এবং ভবিষ্যতেও এ চেষ্টা অব্যাহত থাকবে।
আওয়ালীগের অন্যতম সংগঠক বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে বাঁশখালী থেকে আমাকে নির্বাচিত করে আমাকে উপহার দেওয়ার জন্য আপনারা যে ত্যাগ স্বীকার করেছেন তার জন্য আমি কৃতজ্ঞ। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আগামিতে বাঁশখালীকে একটি মডেল বাঁশখালী উপহার দিতে চাই। এখানে কেউ কেউ আমার নাম ভাঙ্গিয়ে, আওয়ামীলীগের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি করলে আপনারা সাথে সাথে গণধোলাই দিবেন। এতে আমি দুষ্কৃতকারীদের সাথে থাকবোনা, এদের পক্ষ নিবোনা। মাদক, সন্ত্রাসমুক্ত, জঙ্গিমুক্ত বাঁশখালী গড়ার প্রত্যয়ে আপসহীনভাবে কাজ করে যাবো ইনশাহ আল্লাহ।’
এ সময় উপজেলা আওয়ামী লীগসহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণী-পেশার হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন।