বাঁশখালী সমিতি চট্টগ্রামের নবগঠিত কমিটির প্রথম উদ্যোগ হিসেবে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিকৃত দরিদ্র রোগীদের মাঝে ঔষধ ও নগদ অর্থ বিতরণ কর্মসূচি আজ ২১ সেপ্টেম্বর ২০১৮ ইং দুপুর ১২ টায় অনুষ্ঠিত হয়েছে।
এতে উপস্থিত ছিলেন ইউএসটিসির মাননীয় উপাচার্য বাঁশখালী সমিতির সভাপতি প্রফেসর ডা. প্রভাত চন্দ্র বড়ুয়া, সিনিয়র সহ সভাপতি বিশিষ্ট রাজনীতিবিদ মোসলেহ উদ্দীন মনসুর, লায়ন নাসিমুল আহসান চৌধুরী জুয়েল (এমজেএফ), লায়ন শেখর দত্ত, ডা. স্বপন দে, লায়ন এম আইয়ুব, নাফিজ মিনহাজ, আবু ওবাইদা আরাফাত, ডা. আসিফুল হক, মিশকাত উদ্দীন, মিজান বিন তাহের, শফি উল্লাহ প্রমুখ।
এসময় বাঁশখালী সমিতি চট্টগ্রামের নেতৃবৃন্দরা রোগী ও স্বজনদের কাছ থেকে চিকিৎসা সম্পর্কে খোঁজ খবর নেন এবং ভবিষ্যতেও সমিতির পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন।
উল্লেখ্য, ২১ সেপ্টেম্বর জাতিসংঘ ঘোষিত বিশ্ব শান্তি দিবস উপলক্ষে এ কর্মসূচি পালিত হয়।
প্রেস বিজ্ঞপ্তি