মহামারী করোনায় মেহনতি অসহায় মানুষের পাশে পুইছড়ি ইউনিয়নের দক্ষিণ পুইছড়ি গ্রামের ইসলামি তরুণ কাফেলা। সংগঠনের উদ্যোগে কাল ২৪ এপ্রিল২০২০, শুক্রবার, দক্ষিণ পুইছড়িতে ১৭০ পরিবারের মাঝে ১লক্ষ ৬১হাজার টাকার ত্রাণ বিতরণ সম্পন্ন করা হয়।
মহামারী করোনায় মানুষ অনেক কষ্টে জীবনযাপন করতেছে। ফান্ড কালেকশন করে এগুলো বিতরণ করছে নেতৃবৃন্দ।
ত্রাণের প্রতি প্যাকের পরিমাণ-
১.চাল ১০ কেজি
২.আলু ২কেজি
৩.ডাল ১কেজি
৪.সেমাই ১ কেজি
৫.চিনি ১কেজি
৬.পেঁয়াজ ১কেজি
৭.ছোলা ১কেজি
৮.তেল ১ লিটার
৯.৫০০গ্রাম মুড়ি।
আমাদের পক্ষ থেকে এই ক্রান্তিলগ্নে ক্ষুদ্র প্রয়াসকে আল্লাহ কবুল করুসবাইকে হেফাজত করুক।
প্রেস বিজ্ঞপ্তি