বাঁশখালী টাইমস: বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, চট্টগ্রাম দক্ষিণ জেলার দ্বি-বার্ষিক সম্মেলনে অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাঁশখালীর কৃতিসন্তান রানা কুমার দেব।
গত ২৭ আগস্ট নগরীর জেএম সেন হলে পরিষদের সভাপতি জিতেন কান্তি গুহের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাশ। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্বে করেন লায়ন দুলাল চন্দ্র দে।
রানা কুমার দেব দীর্ঘদিন ধরে সনাতনী সম্প্রদায়ের অধিকার, দাবি আদায় ও ইতিহাস-ঐতিহ্য সমুন্নত রাখতে নিরলসভাবে কাজ করে আসছেন৷ তিনি বাঁশখালী পূজা উদযাপন পরিষদের পর পর ৩ বার নির্বাচিত সভাপতি ছিলেন। তিনি বর্তমানে হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
নতুন দায়িত্ব প্রসঙ্গে রানা কুমার দেব বাঁশখালী টাইমসকে বলেন- ‘আমি অতীতের মতো পূজা উদযাপন পরিষদের পক্ষে আমার সর্বোচ্চ ত্যাগ ও কাজ উপহার দিতে চাই। আমি সবার আশীর্বাদ চাই এবং সবার আন্তরিক সহযোগিতা চাই।’
