দক্ষিণ চট্টগ্রামের ৬ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী ঘোষণা

বাঁশখালী টাইমস: ১১তম সংসদ নির্বাচনের জন্য বছরখানেক সময় থাকলেও প্রার্থী নির্ধারণ শুরু করেছে প্রায় সবক’টি রাজনৈতিক দল। কেউ প্রকাশ্যে আর কেউ গোপনে দল গুছিয়ে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে।

তারই ধারাবাহিকতায় সারাদেশের ৩০০ আসনেই থাকবে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীরা। চরমোনাই পীরের নির্দেশ রয়েছে – “বক্স খালি আসুক আর ভরা আসুক, তিনশ আসনেই আমাদের প্রার্থী থাকবে”।
পীর সাহেবের নির্দেশে সারাদেশে প্রার্থী বাছাই ও চুড়ান্তকরণের কাজ দ্রুত এগিয়ে চলছে। আগেভাগে প্রার্থী ঠিক করে না-রাখলে পরে নানা সমস্যায় পড়তে হয়। অনেক সময় আসন শূন্যও থেকে যায়।

চট্টগ্রাম দক্ষিণজেলায় সংসদীয় আসন ৬টি। এর মধ্যে গত কিছুদিন আগে শুরা অধিবেশনে ৫ আসনের সম্ভাব্য প্রার্থী চুড়ান্ত করা হয়েছে। ঘোষণাহীন চট্টগ্রাম-১৩ আনোয়ারা আসনের সম্ভাব্য প্রার্থীও কয়েকদিনের মধ্যে ফাইনাল হয় যাবে বলে জানা গেছে।

চট্টগ্রাম দক্ষিণজেলার সম্ভাব্য প্রার্থীরা হলেন-
● চট্টগ্রাম-১১ বোয়ালখালী আসনে ডাঃ ফরিদ খান,
● চট্টগ্রাম-১২ পটিয়া আসনে ড. বেলাল নুর আজিজী,
● চট্টগ্রাম-১৪ চন্দনাইশ আসনে কেন্দ্রীয় নেতা মুফতি দেলোয়ার হোসাইন সাকী,
● চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়া মাওলানা নুরুল আলম তালুকদার ও
● চট্টগ্রাম-১৬ বাঁশখালী আসনে মুহাদ্দিস আল্লামা হাফেজ ফরিদ আহমদ আনসারী।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *