মানবতাবাদী, জনকল্যাণমুলক সংগঠন একুশে ফাউন্ডেশন (কুইক রেসপন্স টিম) এর উদ্যোগে থ্যালাসেমিয়া প্রতিরোধ ও রক্তদানে সচেতনতামূলক ক্যাম্পেইন বুধবার (২৬মে) উপজেলার গ্রীণ চিলি রেস্টুরেন্টে একুশে ফাউন্ডেশন বাঁশখালী শাখার পরিচালক এম এহসান উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ আসিফুল হক, উদ্বোধক ছিলেন শামিম উল্লাহ আদিল। অন্যান্যদের মধ্যে এডমিন জিএন কবির চৌধুরী, বাঁশখালী ব্লাড ব্যাংকের এডমিন ফারুকুল ইসলাম, দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর আলম, মানবাধিকার সংগঠক আবদুর রহমান সোহেল, সাংবাদিক রিয়াদুল ইসলাম রিয়াদ, আবদুর রহমান, আবদুল মন্নান, রিয়াজুল হক, আবদুর রহমান, ফৌজুল আজিম, এমরান হোসেন শাকিল প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ডাঃ আসিফুল হক বলেন- বাঁশখালীতে যারা থ্যালাসেমিয়া পেশেন্ট আছেন, তাদের একটা নিবন্ধন প্রক্রিয়া করে রক্তদান সেবার পাশাপাশি যেন আর্থিক ভাবে সহায়তা করা যায়, থ্যালাসেমিয়া সম্পর্কে গণসচেতনতা বৃদ্ধি করলে সহজেই প্রতিরোধ করতে সক্ষম হবে।
সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক শামিম উল্লাহ আদিল বলেন- একুশে ফাউন্ডেশন রক্তদানের পাশাপাশি মানবিক এবং গণসচেতনতা বৃদ্ধি করতে বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। দ্রুত রক্তের প্রয়োজন মেটাতে কুইক রেসপন্স টিম কাজ চালিয়ে যাচ্ছে। মহামারী করোনায় ত্রাণ বিতরণ, এতিমখানায় খাবার বিতরণ, ঈদ সামগ্রি বিতরণ প্রজেক্টসহ বিভিন্ন জনকল্যাণমূলক সেবায় নিয়োজিত রয়েছে সংগঠনের সদস্যরা।
প্রেস বিজ্ঞপ্তি