থ্যালাসেমিয়া আক্রান্ত পরিবারের পাশে বাঁশখালী ব্লাড ব্যাংক

বাঁশখালী টাইমস: থ্যালাসেমিয়া আক্রান্ত এক কিশোরীসহ তার পরিবারকে নিয়মিত রক্তদান ও চিকিৎসার যাবতীয় দায়িত্ব গ্রহণ করেছে বাঁশখালীতে সাড়া জাগানো মানবসেবায় নিবেদিত প্রাণ সংগঠন বাঁশখালী ব্লাড ব্যাংক।

জানা গেছে, বাঁশখালী উপজেলার সাধনপুর গ্রামের দিঘীর পাড়ের ডেজী আকতার(১৮), পিতা: মৃত তুরুপ আলী, মাতা: সুমি আরা বেগম এর ৬ বছর বয়স থেকেই থ্যালাসেমিয়া ধরা পড়ে। পরবর্তীতে তাকে প্রতি ৩মাস/৪মাস/১বছর পর পর ও পজিটিভ রক্ত দিতে হত। সে সাধনপুর পল্লী উন্নয়ন উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন মেধাবী ছাত্রী। পিতৃহীন ৫ ভাই, ২ বোনের মধ্যে সে ৫ম সন্তান এবং তার আরো ২ভাই একই রোগে আক্রান্ত। গত ৩০/০১/২০১৮ইং বাঁশখালী ব্লাড ব্যাংক পরিবার খবর পেয়ে তার সাথে যোগাযোগ করে তার হিমোগ্লোবিন টেস্ট করিয়ে দেখতে পায় তার হিমোগ্লোবিনের পরিমান ৪.৪। সাথে সাথেই পরদিন ৩১/০১/২০১৮ইং বাঁশখালী ব্লাড ব্যাংক পরিবারের পক্ষ থেকে সম্পূর্ণ খরচে ২ ব্যাগ রক্তদান করেন যাবতীয় মেডিকেল খরচসহ। আর রক্তদানের ব্যাপারে আজীবন তার পরিবারের পাশে থাকার অঙ্গীকার জ্ঞাপন করেন বাঁশখালী ব্লাড ব্যাংকের কার্যকরী সদস্য মোঃ জাহাঙ্গীর হোছাইন (সামিত), কার্যকরী সদস্য কাঞ্চন দেবদাশ, কার্যকরী সদস্য নান্টু কান্তি দাশ, সহ-কার্যকরী সুকান্ত দাশ।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *