পৌরসভা প্রতিনিধি: বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এডভোকেট তোফায়েল বিন হোসেন। তিনি তৃতীয় বারের মত সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন। তবে সভাপতি ও অন্য পদগুলোর ভোট হবে আগামী ১০ আগস্ট ২০১৭। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় ওনার ফলাফল আগেভাগে নির্ধারণ হয়ে গেল।
উল্লেখ্য, তিনি ২০০১ পরবর্তী সময়ে বাঁশখালী উপজেলা ছাত্রলীগের সভাপতি, পৌরসভা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক পদে ছিলেন।
তিনি সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় দল ও দলীয় বিভিন্ন সংগঠনের শুভেচ্ছা ও অভিনন্দন অব্যাহত রয়েছে।