বাঁশখালী টাইমস: গতকাল ১৫ জুলাই ২০১৭, শনিবার দুপুরে বাঁশখালীর সিএনজি শ্রমিক ও মালিকদের সাথে এক মতবিনিময় সভা বাঁশখালীর বৈলছড়ি খানবাহাদুর বাড়িতে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিএনজি শ্রমিক নেতা আবদুচ ছবুর। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বাঁশখালীর সাবেক সাংসদ আলহাজ্ব মাহমুদুল ইসলাম চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে সাবেক এই মেয়র ও সাংসদ বলেন, শঙ্খ নদীর ব্রীজের মতো দক্ষিণ চট্টগ্রামে আরও ৩টি ব্রীজ থাকলেও খোদার হাট ব্রীজ ও দোহাজারি ব্রীজে কোনো ধরনের টোল আদায় করা হয় না।
তিনি সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে এই টোল আদায় বন্ধে পদক্ষেপ নিতে বলবেন।
তিনি আরও বলেন, এই টোল আদায় আগামী আগস্ট ২০১৭ থেকে বন্ধ হয়ে যাবে বলে মন্তব্য করেন।
উল্লেখ্য, তিনি এর আগে জুন ও চলতি জুলাই মাসে টোল আদায় বন্ধ হবে বললেও তা থেকে সরে আসেন। বন্ধ হয়নি টোল আদায়।
পরিবহন শ্রমিকেরা এখন আগস্ট মাস আসার অপেক্ষায়।
এদিকে পরিবহন শ্রমিকেরা টোল আদায় বন্ধের ঘোষণায় খুশি হলেও খুশি হতে পারেননি সাধারণ যাত্রীরা। পিএবি সড়কের নিয়মিত যাত্রী আহমেদ রহমান জানান, টোল আদায় বন্ধ হলে যাত্রীদের কোনো ফায়দা নেই। ড্রাইভাররা সাধারণ যাত্রীদের উপর আগের মতোই ভাড়ানৈরাজ্য, ভাড়াডাকাতি চালাতে থাকবে, যাত্রীদের এক পয়সাও লাভ নেই। তারা ভাড়া কমাবে না।
আরেক যাত্রী জিয়াউল হক টোল আদায় বন্ধের চেয়ে বাঁশখালীর পরিবহন ব্যবস্থার উন্নতিতে জোর দিতে বলেন এই সাবেক মেয়রকে।