বাঁশখালী টাইমস: তৃতীয় বিভাগ ফুটবল লীগে মিরসরাই উপজেলাকে হারিয়ে দূর্দান্ত সূচনা করেছে বাঁশখালী উপজেলা ফুটবল টীম। টুর্নামেন্টের প্রথম ম্যাচে আজ নগরীর এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায়
মিরসরাইকে ২-১ গোলে হারিয়ে এগিয়ে আছে বাঁশখালী।
খেলার প্রথমার্ধে বাঁশখালী দলের হয়ে প্রথম গোল করেন দলের সহ-অধিনায়ক লিমন দেব। পরে মিরসরাই দলের ফয়সালের গোলে খেলায় সমতা ফিরে আসে।
টানটান উত্তেজনার মধ্য দিয়ে খেলা শেষ হবার ১ মিনিট আগে সজীব বড়ুয়ার নান্দনিক গোলে জয়ী হয় বাঁশখালী।
এতে উপস্থিত ছিলেন বাঁশখালী দলের টিম ম্যানেজার ও বাঁশখালী ভলিবল কমিটির চেয়ারম্যান মোহাম্মদ মাকসুদুর রহমান, বাঁশখালী উপজেলা ক্রীড়া সংস্থার ফুটবল কমিটির সেক্রেটারি প্রকাশ বড়ুয়া, বাঁশখালী দলের কোচ মোহাম্মদ আলী, সাংবাদিক রাহুল দাশ প্রমুখ।
উল্লেখ্য, মাস্টার নজির আহমদ ট্রাস্ট কর্তৃক বাঁশখালী উপজেলা দলের জার্সি স্পন্সর করেন দৈনিক পূর্বদেশ সম্পাদক মুজিবুর রহমান সিআইপি।
অারা বাঁশখালীর পোয়া মেড়িত পইলে লােয়া
Congratulations