প্রকাশ বড়ুয়া: সিজেকেএস তৃতীয় বিভাগ ফুটবল টুর্ণামেন্টে বাঁশখালী উপজেলা ক্রীড়া সংস্থা ৬-০ গোলে বিশাল জয় পেয়েছে।
চট্টগ্রাম এম.এ. আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় আলীরাজ মিশকাত এর হ্যাট্রিকসহ ৫ গোল ও লিমন দেব এর গোলে ৬-০ গোলের বিশাল ব্যবধানে শহীদ শাহজাহান সংঘকে হারিয়েছে বাঁশখালী উপজেলা ক্রীড়া সংস্থা। খেলায় শাহজাহান সংঘের উপর শুরু থেকে চড়াও হয়ে খেলতে থাকে বাঁশখালী। একের পর এক আক্রমণ করে প্রথমার্ধে আবছারের কর্ণার থেকে হেডে প্রথম গোলের সূচনা করে মিশকাত। একই অর্ধে সজীব এর ক্রসে আরো ২টি গোল করে হ্যাট্রিক পূরণ করে মিশকাত। প্রথমার্ধের শেষের দিকে লিটন দেবের থ্রু ধরে মিশকাত গোল করলে প্রথমার্ধে ৪-০ গোলে এগিয়ে যায় বাঁশখালী।
দ্বিতীয়ার্ধের শুরুতে আবারও মনজুরের ক্রসে লিমন গোল করে ৫-০ গোলে এগিয়ে নেন দলকে। এর মধ্যে বেলাল ও সজীব দুটি সহজ সুযোগ গোলে পরিণত করতে না পারলেও মিশকাত একক প্রচেষ্টায় আবারও গোল করলে ৬-০ তে এগিয়ে যায় বাঁশখালী।
ম্যাচের অন্তিম মুহুর্তে হেলাল কে বিপদজনক ট্যাকেল করলেও রেফারি এড়িয়ে যাওয়ায় পেনাল্টি বঞ্চিত হয় বাঁশখালী।
বাঁশখালী উপজেলা ক্রীড়া সংস্থার এ বিশাল জয়ে অভিনন্দন জানিয়েছেন-
বাঁশখালী উপজেলা ফুটবল কমিটির চেয়ারম্যান পৌরমেয়র সেলিমুল হক চৌধুরী, টিম ম্যানেজার মোহাম্মদ মাকসুদ মাসুদ এবং ক্রীড়া সংস্থার অতি:সাধারণ সম্পাদক ইউপি সদস্য জাফর ইকবাল।