BanshkhaliTimes

তৃতীয়বারের মতো সৃজন মেধাবৃত্তির পরীক্ষা গ্রহণ সম্পন্ন

তাফহীমুল ইসলাম (বাঁশখালী টাইমস): তৃতীয়বারের মতো সৃজন মেধাবৃত্তি পরীক্ষা গ্রহণ সম্পন্ন হয়েছে আজ। পূর্ব বৈলছড়ীর গ্রাসরুটস্ স্কুলে বৈলছড়ী দুই শিফটে সম্পন্ন হয় এই পরীক্ষা। সকাল ৮:৩০মিনিটে ৫ম, ৬ষ্ঠ, ৯ম শ্রেণীর শিক্ষার্থীরা প্রথম শিফটে এই পরীক্ষায় অংশ নেয়। ১০:৩০ মিনিটে ক্লাস ৪র্থ, ৭ম,৮ম এবং ১০ম শ্রেণীর শিক্ষার্থীরা অংশ নেয় দুই ঘন্টার এই পরীক্ষায়। বৃত্তি পরীক্ষা আয়োজক কমিটির আহবায়ক জাহেদুল ইসলাম বাঁশখালী টাইমসকে বলেন- “গত তিনটি বছর ধরে এলাকার শিক্ষার্থীদের মেধাকে বিকশিত করার লক্ষ্যে আমরা এই বৃত্তি পরীক্ষার আয়োজন করে আসছি। প্রথম পর্যায়ে আমরা শুধুমাত্র বৈলছড়ী ইউনিয়নের আওতাভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিচ্ছি। আগামীতে বৃহৎ আকারে আয়োজন করে পুরো বাঁশখালীর সব শিক্ষা প্রতিষ্ঠানকে এই বৃত্তি পরীক্ষার আওতায় আনার পরিকল্পনা রয়েছে। প্রতিবছর আমরা শিক্ষার্থীদের ব্যাপক সাড়া পাচ্ছি। এবারে বৈলছড়ী ইউনিয়নের ৯টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ২শতাধিক শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। যা গতবারের তুলনায় ডাবল।”

উল্লেখ্য, এই বৃত্তি পরীক্ষা গত তিন বছর ধরে বৈলছড়ী ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়ে আসছে।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *