গত তিন দিন ধরে নিখোঁজ রিফাত নামের এক বালক, তার বয়স ১৪। সে বাসায় রাগারাগি করে বের হয়ে যাওয়ার পর থেকে তার কোন হদিস পাওয়া যাচ্ছে না। এ দিকে তার বাবা সানোয়ার হোছাইন থানায় জিডি করেছে। বাংলাদেশের যেকোন প্রান্তে যেকোন এলাকায় যদি ছেলেটির খোঁজ পান উক্ত নাম্বারে ( 01838883336) জানানোর বিনীত অনুরোধ জানিয়েছেন ছেলেটির বাবা।
আপনাদের একটু আন্তরিক সহযোগিতা ছেলেটিকে খুঁজে পেতে সাহায্য করবে।
বিজ্ঞপ্তি।