
বাঁশখালী টাইমস: বাঁশখালী উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন তারুণ্যের প্রতীক, সাবেক ছাত্রনেতা
মো. এমরানুল হক ইমরান।
ভাইস চেয়ারম্যান পদে মো. এমরানুল হক (উড়োজাহাজ ) ৩৭ হাজার ৮৬৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাঁশখালী থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল গফুর ( টিউবওয়েল ) প্রতীকে পেয়েছেন ২১ হাজার ৪৬ ভোট।
এ ছাড়াও প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে দক্ষিণ জেলা যুবলীগ নেতা মোঃ সোলাইমান মাইক প্রতীকে পেয়েছেন ৮ হাজার ৯৪৭ ভোট, যুবলীগ নেতা শাহাদত রশীদ চৌধুরী (তালাচাবি) প্রতীকে পেয়েছেন ১৮ হাজার ৪৫৮ ভোট।
সাবেক ছাত্রনেতা হওয়ার সুবাদে বাঁশখালীর আনাচে কানাচে ইমরানুল হকের পরিচিতি উল্লেখযোগ্য। কর্মীবান্ধব এই নেতা বয়সে সকল প্রার্থীর তুলনায় তরুণ হওয়ায় নতুন ভোটারদের সিংহভাগ তাঁকে বেছে নিয়েছেন বলে মনে করা হচ্ছে।